Header Ads

আমি ইনসানিয়াত কেন করবো?

ইনসানিয়াত


আমি ইনসানিয়াত কেন করবো?

আমি ইনসানিয়াত করবো কারণ আমি আমার জীবনকে ভালোবাসি, আর ইনসানিয়াত না থাকলে আমার জীবন পরাধীন হবে, আমার জীবন ক্ষতিগ্রস্থ হবে আমার জীবন ধ্বংশ হবে।
আমি ইনসানিয়াতকে কেন ভোট দিবো?
আমি ইনসানিয়াতকে ভোট দিবো কারণ আমি আমার দেশকে ভালোবাসি, আর ইনসানিয়াত না থাকলে রাষ্ট্রকে একক গোষ্ঠি দখল করে জুলুমের হাতিয়ারে পরিণত করবে, রাষ্ট্র লুট হয়ে যাবে, রাষ্ট্র একক গোষ্ঠির হয়ে যাবে আর সব মানুষ পরাধীনতা- রুদ্ধতা- শোষণ- বঞ্চনার স্বীকার হবে।

আমি ইনসানিয়াত কেন করবো?

আমি ইনসানিয়াত করবো কারণ আমি আমার দ্বীন- ধর্মকে ভালোবাসি, আর ইনসানিয়াত না থাকলে দ্বীন- ধর্মের স্বাধীনতা থাকবে না, আমার দ্বীন- ধর্ম নিষিদ্ধ হবে, আমার বিশ্বাস- আদর্শ নিষিদ্ধ হবে, শুধু নিষিদ্ধ নয় আমার বিশ্বাস- আদর্শের বিপরীতটা রাষ্ট্রক্ষমতার বলে আমার উপর চাপিয়ে দেওয়া হবে।

আমি ইনসানিয়াত কেন করবো?

আমি ইনসানিয়াত করবো কারণ আমি বিশ্ব মানবতাকে ভালোবাসি, আর ইনসানিয়াত না থাকলে মানবতা ধ্বংশ হবে, মানবজীবন ধ্বংশ হবে, মানবসত্তা ধ্বংশ হবে, মানবাধীকার ধ্বংশ হবে। মানুষ মজলুম হবে, খুন- জুলুম- অবিচারের আধিপত্য কর্তৃত্ব কায়েম হবে।

আমি ইনসানিয়াত কেন করবো?

আমি ইনসানিয়াত করবো কারণ আমি সবার অধীকার- স্বাধীনতা বিশ্বাস করি, ইনসানিয়াতের রাষ্ট্র থাকলেই হিন্দু- মুসলিম- বৌদ্ধ- খ্রিস্টানসহ সকল ধর্মে বিশ্বাসী সবাই সবার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে বাচবে, কেউ কাউকে বাধা দিবে না।

আমি ইনসানিয়াত কেন করবো?

আমি ইনসানিয়াত করবো কারণ আমি মানুষ, মানুষ হিসেবে আমাকে মানবতার রাজনীতি করতেই হবে না হয় মানবতার রাষ্ট্র- বিশ্ব মানুষের রাষ্ট্র- বিশ্ব কখনোই তৈরি হবে না বরং অমানবিক পাশবিক শক্তির হাতে সমগ্র মানবতা জিম্মি অবরুদ্ধ থাকবে।

আমি ইনসানিয়াত কেন করবো?

আমি ইনসানিয়াত করবো কারণ আমি সত্যকে ভালোবাসি, আর ইনসানিয়াত না থাকলে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকেনা ক্ষমতার জোরে মিথ্যাকে চাপিয়ে দেয় আর সত্যকে নিষিদ্ধ করে।

সত্যের দিশারী, মুক্তির কান্ডারী প্রাণের ইমাম "ইমাম হায়াত" এর মোবারকময় বাণী অবলম্বনে।
কপি:Azad Khan Mirsarai

1 comment:

Powered by Blogger.