Header Ads

শানে রেসালাতে বেয়াদবির প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন



সত্য ও মানবতার মুক্তির উৎস মহান শানে রেসালাতে নেদারল্যান্ডের কুখ্যাত জিয়ার্ট উইল্ডার্স কর্তৃক অবমাননার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর মানববন্ধন
==============================
==============
নেদারল্যান্ডের কুখ্যাত জিয়ার্ট উইল্ডার্স কর্তৃক সত্য ও মানবতার মুক্তির উৎস মহান শানে রেসালাতে ব্যঙ্গচিত্র অবমাননার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গনে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জনাব আরেফ সারতাজ।
সমাবেশে বক্তাগণ বলেন, সত্যের বিরুদ্ধে এবং মুমিনদের জীবনের উপর হৃদয়াবেগের উপর যত প্রকার আঘাত তার মধ্যে চরম ও নিকৃষ্টতম আঘাত হচ্ছে সত্য ও মানবতার মূল উৎস মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে অবমাননা বেয়াদবীর ধৃষ্টতা। তাঁরা বলেন, অপর দিকে সত্য ও মানবতার মুক্তি বিকাশে সুরক্ষায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেয়া আলোকময় প্রজ্ঞাময় শান্তিময় পথ থেকে বিকৃত করে উৎখাত করে অন্যায়-অবিচার-জুলুম-সন্ত্রাস-বর্বরতা-পাশবতা-স্বৈরতাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বীনের ছদ্মনামে চালিয়ে দেয়াও আরেক চরম আঘাত।
বক্তাগণ বলেন, এক গোষ্ঠি কর্তৃক শানে রেসালাতের বেয়াদবী অবমাননা, অন্য গোষ্ঠি কর্তৃক দ্বীন বিকৃতি, অপর দিকে মানবতা ধ্বংসত্মক রাষ্ট্রব্যবস্থা বিশ্বব্যবস্থা, যে অবস্থার কবল থেকে মুক্তির লক্ষ্যে আমরা ঈমানদার এবং মানবতায় বিশ্বাসী সকল মানুষ যিনি নিজের অধিকারের সাথে অন্যের স্বাধীনতা অধিকারেও বিশ্বাস করেন, রাষ্ট্র ও দুনিয়াকে সবার সব মানুষের হিসেবে বিশ্বাস করেন, আমাদের সবাইকে মানবতার লক্ষ্যে মানবতার রাষ্ট্র বিশ্বের লক্ষ্যে আজ ঐক্যদ্ধ হতে হবে। তাঁরা বলেন, রাষ্ট্র ও দুনিয়া কোথাও কেবল একক গোষ্ঠির হতে পারে না, হতে হবে ধর্ম-জাতি-ভাষা-গোত্র-পেশা-বর্ণ-শ্রেণী নির্বিশেষে সব মানুষের যা প্রাকৃতিক ভাবেই দয়াময় আল্লাহতাআলা ও তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দান করেছেন, একমাত্র যে ব্যবস্থার মধ্যে বিশ্বাস আদর্শ শ্রেণী গোষ্ঠি নির্বিশেষে সব মানুষের স্বাধীনতা-অধিকার-মর্যাদা-নিরাপত্তা-বিকাশ-শান্তি ও মুক্তি নিহিত।
বক্তাগণ বলেন, আমরা যদি দয়াময় আল্লাহতাআলা ও তাঁর প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন হই, প্রাণপ্রিয় মহামহিম আহলে বায়েত - মহামান্য খোলাফায়ে রাশেদীন - সত্যের ইমামবৃন্দ ও আওলিয়া কেরামের উত্তরাধিকার হই তাহলে আমাদেরকে অবশ্যই নিজেদের অবস্থান খুজে নিতে হবে, সর্বিক দুরবস্থার কারণ ও পরিত্রানের পথ মূল্যায়ণ করতে হবে, সত্যের ধারায় একাত্ম হয়ে এগিয়ে যেতে হবে এবং মিথ্যা অবিচারের অপশক্তি অপকর্তৃত্ব থেকে মুক্তির সাধনায় সক্রিয় হতে হবে। তাঁরা বলেন, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের তথা সত্য ও মানবতার শুভশক্তির দায়িত্বহীনতায় অপশক্তির ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে এবং এ ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে।
বক্তাগণ বলেন, আমরা দ্বীনের মূলধারা আহলে সুন্নাত তথা সুন্নীগণ দীর্ঘ সময় ধরে নিজেদের নির্ভেজাল পূর্ণাংগ পথে আধ্যাত্মিক রাজনৈতিক পূর্ণাংগ কর্মসূচীতে যুগের সঠিক কর্মসূচীতে এগিয়ে না যাওয়ায়, বিশেষতঃ বস্তুবাদী মতবাদের গহ্বরে পড়ে যাওয়ায় দ্বীনের ছদ্মনামধারী দ্বীন ধ্বংসাত্মক, ওহাবীবাদি-শিয়াবাদি-সালাফীবাদি ইত্যাদি ঈমান পরিপন্থী খূনী জংগীবাদী দ্বীন বিকৃতিকারী স্বৈর অপশক্তি দ্বীনের নাম ও মিল্লাতকে জবরদখল করে নিয়েছে, তাদের কুফর শয়তানী অপরাধ বর্বরতা পাশবতা স্বৈরতা খুনখারাবি ইসলামের নামে চালিয়ে দিচ্ছে, প্রকৃত দ্বীন বিলুপ্তির পর্যায়ে পৌঁছেছে।
বক্তাগণ বলেন, দ্বীন-মিল্লাত-মানবতার বিরাজমান ভয়ংকর ও বিণাশী ও পরিস্থিতিতে বিশেষতঃ শানে রেসালাতের বিরুদ্ধে ধৃষ্টতা, বিভিন্ন স্থানে মুসলিম ও মানবতার অবর্ণনীয় দুরবস্থা ধ্বংসাত্মক অবস্থা, আঘাত-উৎখাত- হত্যাকান্ড, মসজিদ ও মাজার শরীফসমূহ ও ঈমানী কর্মসূচীতে হামলার প্রতিবাদে এবং ইসলামের ছদ্মবেশী ঈমান বিধ্বংসী বাতিল ফেরকা - জীবনের শত্রু বস্তুবাদী মতবাদ - বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও এই তিন অপশক্তির একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুুকিয়তের সর্ববিনাশী গ্রাস থেকে ঈমান-দ্বীন-জীবন
-মিল্লাত-মানবতা রক্ষায় একমাত্র পথ বিশ্ব সুন্নী আন্দোলনে ঐক্যবদ্ধ হোন এবং ইসলামের নির্দেশিত একমাত্র রাষ্ট্রব্যবস্থা খেলাফতে ইনসানিয়াতের লক্ষ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব গড়ে তুলতে হবে।

6 comments:

  1. শানে রেসালাতের শত্রু মানবতার শত্রু

    ReplyDelete
  2. সত্য ও মানবতার মুক্তির জন্য ইমাম হায়াত আলাইহে রাহমার দিশায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

    ReplyDelete
  3. শানে রেসালাতে চরমদৃষ্টতায় এর প্রতিবাদ জানানো সবার ঈমানী ফরজ

    ReplyDelete

Powered by Blogger.