Header Ads

স্বাধীনতা কি?

স্বাধীনতা কি?

লেখক: শায়ের আহাদ

▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄

মানুষ নিজেকে স্বাধীন বলে
কিন্তু স্বাধীন কেউ নয়।
বন্ধী করাগারে বন্ধী হয়ে
মানুষ কেমনে স্বাধীন হয় ?

আলো স্বাধীন, বায়ু স্বাধীন
সকল পশু পাখি ও স্বাধীন।
মানুষ এখনো বুঝতে পারেনি
মূলত বলে কাকে স্বাধীন ?

স্বাধীনতা,মানবতা কি,ইনসানিয়াত,World Humanity Revolutio, Imam Hayat Alaihe Rahma
বন্ধী শালাই বন্ধী হয়ে
যারা স্বাধীনতা পাই খুজে
বন্ধী হয়ে যারা স্বাধীন বলে
তারা স্বাধীনতা কি বুঝে ?

স্বাধীনতা কি খাঁচার মধ্যে
বন্ধী হয়ে যাওয়া ?
স্বাধীনতা কি ভুখন্ড ভিত্তিক
দেওয়াল তুলে দেওয়া ?

স্বাধীনতা কি বর্ডার পেরোলে
মানুষকে গুলি করে মারা ?
স্বাধীনতা কি মানুষকে মেরে
বর্ডারে লাশ ঝুলিয়ে রাখা?

স্বাধীনতা কি একক ধর্মের 
নামে রাষ্ট্র গঠন করা।
স্বাধীনতা কি একক গোষ্টির 
গোষ্টিবাদী রাষ্ট্র দাবি করা।

স্বাধীনতা কি নিজ ক্ষমতার জোরে
মিথ্যা চাপিয়ে দেওয়া।
স্বাধীনতা কি জোর যার
মূলক তার হয়ে যাওয়া।

এ কেমন স্বাধীনতা আছে ভাই
ভেবে কুল কিনারা নাহি পাই।
পৃথিবীর কোনো প্রান্তে নাই স্বাধীনতা 
স্বাধীনতার ছলনাময়ে আছে পরাধীনতা।

"স্বাধীনতা হলো যে যার যার
বিশ্বাষ আদর্শ নিয়ে চলা"
"স্বাধীনতা হলো ধর্ম যার যার
এই রাষ্ট্র সবার বলা"

"স্বাধীনতা হলো অন্যায়ের বিরুদ্ধে
ন্যায়ের পক্ষে থাকতে পারা"
"স্বাধীনতা হলো জ্ঞানের মুক্ত প্রবাহ
সর্বত্র জারি রাখতে পারা"

"স্বাধীনতা হলো সকল সম্পদে
সব মানুষের অধিকার থাকা"
"স্বাধীনতা হলো ধর্মীয় মুল্যবোধ ভিত্তিক
মুক্ত মানবিক বিশ্বব্যবস্থা জারি থাকা"

"স্বাধীনতা হলো বিশ্বের মানুষ
এক হয়ে চলতে পারা"
"স্বাধীনতা হলো বর্ডার বিহীন
রাষ্ট্র ও মক্ত বিশ্ব গড়া"

"স্বাধীনতা হলো মানুষে মানুষে
ভেদাভেদ দূর হওয়া"
"স্বাধীনতা হলো মানবতার জন্য
সকল মানুষ এক হয়ে যাওয়া"



5 comments:

  1. স্বাধীনতার অসাধারন ব্যাখ্যা তুলে ধরেছেন,কবিতার মধ্যে দিয়ে,,,

    ReplyDelete
  2. এত সুন্দর সাধীনতার সংগা আগে কোথাও সুনি নি। ধন্যবাত সঠিক দিশা দেওয়ার জন্য

    ReplyDelete
  3. ধন্যবাদ।আমাদের আরো পোস্ট আছে যেগুলো আমাদের মানুষ হিসেবে জানা খুবই জরুরী বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

    ReplyDelete

Powered by Blogger.