মুনাফেকদের কলেমা লেখার কুফরি ডিজাইন
আল্লাহতাআলার জাতে পাকের নূর আল্লাহতাআলার সংযোগ সম্পর্ক বন্ধন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারক যে নাম মোবারক আল্লাহতাআলার নাম মোবারকের সাথে দূরত্বহীন অবিচ্ছেদ্য পাশাপাশি সাথে থাকবে আল্লাহতাআলা রেখেছেন তা বিচ্ছিন্ন করে বিকৃত করে নীচে লেখার এ ডিজাইন এটা কলেমা লেখার কুফরি ডিজাইন- মোনাফেকদের চালাকি ডিজাইন, কলেমা বাহ্যিক লিখেও কলেমার হাকীকত তাওহীদ রেসালাতের বন্ধন সংযোগ তথা নূরে জাতে ইলাহীয়তের ধারাপ্রবাহ অস্বীকার - হাকীকতে রেসালাত ও মাআরেফাতে ইলাহিয়াত অস্বীকারের মাধ্যমে কলেমার মর্মধারা থেকে বিচ্ছিন্ন করার জঘন্য ষড়যন্ত্র এটা, কলেমার হিদায়াত ও তাজাল্লিয়াত অস্বীকার করে নিছক মোনাফেকি উচ্চারণের মাধ্যমে প্রাণহীন আক্ষরিক খোসায় রূপান্তরিত করার ভয়ানক বিধ্বংসী বিষাক্ত এক চক্রান্ত এটা, কলেমা বাহ্যিক বলে বা লিখেও কলেমা অস্বীকার এর নামান্তর, নাউজুবিল্লাহ ।
link:- copy from
link:- copy from
No comments