ঈদে আজম
ঈদে আজম
* নারায়ে তাকবির-আল্লাহু আকবার *
* নারায়ে রেসালাত-ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম *
নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুছাল্লিমু আলা হাবীবিহিল কারীম
সত্য ও মানবতার মুক্তির উৎস-মহান ঈদে আজম প্রাণপণে স্বাগতম
=======================================
জীবনের জন্য দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ পরম দান যে মহান শুভাগমন, যাঁকে ছাড়া আল্লাহতাআলার সম্পর্কই হয় না, যাঁর শুভাগমন ব্যতীত কেউ আল্লাহতাআলার হওয়ার পথ ঈমান-দ্বীন-নাজাত পেতো না, আল্লাহতাআলার নূর ও রহমত, সংযোগ ও কবুলিয়াতের উৎস, ঈমান ও অস্তিত্ত্বের মূল, সর্বজ্ঞান-সর্বগুণ-সর্বকল্যানের মূলকেন্দ্র রেসালাতে ইলাহী মহান প্রিয়নবীর শুভাগমনের লক্ষ্য বাস্তবায়নে এবং প্রদত্ত আলোকধারায় জীবন ও জগত গড়ে তোলার সাধনায় যা ব্যতীত মিথ্যা- আঁধার-মূর্খতা-অ
বিচার-স্বৈরতা-বিণাশের গ্রাসে মানবজীবনের ধ্বংস অনিবার্য্য, প্রাণাধিক শানে রেসালাতের সিফাত মহিমার খেলাফ সব চক্রান্ত প্রতিরোধে এবং আত্মা ও জীবনের পরম আপন পরম আশ্রয় মহান প্রিয়নবী থেকে জীবন বিচ্ছিন্নকারী সব ঈমান বিণাশী ধ্বংসাত্মক কূফরী ষড়যন্ত্র ও ব্যবস্থা প্রতিরোধে-
ঈদে আজমের দান দোজাহানে মুক্তির একমাত্র দ্বীন প্রকৃত ইসলামকে বিকৃত বিলুপ্ত করে ইসলামের সম্পূর্ণ বিপরীত ধ্বংসাত্মক সালাফী-ওহাবী-শিয়া-মওদুদী-মেওয়াতী তবলীগি-কাদিয়ানী ইত্যাদি ইসলামের শত্রু বাতেল মতবাদ ইসলামের ছদ্মনামে ইসলাম হিসাবে চালিয়ে দেয়ার ষড়যন্ত্র প্রতিরোধ করে তাওহীদ-রেসালাত-খেলাফত-ইমামাত-বেলায়াতের আলোকধারায় সত্য-ন্যায়-নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার শান্তির ধারক প্রকৃত ইসলামের আলোকময় জ্ঞানময় রূপরেখা কায়েম রাখার শপথে-
সবার জন্য সকল কল্যাণের উৎস মহান প্রিয়নবী প্রদত্ত সব মানুষের কল্যাণে ইসলামের নির্দেশিত জীবনের প্রাকৃতিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত বা ধর্মীয় মূল্যবোধভিত্তিক অসাম্প্রদায়িক সার্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা ভূলিয়ে দিয়ে বিলুপ্ত করে ইসলামের পবিত্র নামের অপব্যবহার করে অপরাজনীতি ও ইসলামে নিষিদ্ধ ইসলামের প্রত্যক্ষ নামে রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্রের নামে ইসলামকে বিকৃত, কুক্ষিগত ও ধ্বংস করার ষড়যন্ত্র এবং জিহাদের নামে ও বিভিন্ন ধর্ম ও মতবাদের উগ্রবাদী গোষ্ঠির খুন-সন্ত্রাস-ধ্বংসযজ্ঞ ও জংগীবাদ-বর্বরতা-পাশবতা-স্বৈরদস্যুতা প্রতিষ্ঠার অপতৎপরতা থেকে ঈমান-জীবন-দ্বীন-মিল্লাত ও মানবতা রক্ষার তাকিদে-
জীবনের সকল দিকে বিকাশ-প্রগতি-সুরক্ষা ও মুক্তির একমাত্র ও পূর্ণাংগ দ্বীনকে অরাজনৈতিক গন্ডীবদ্ধ অপূর্ণাংগ অকার্যকর করে বাতেল ফেরকা ও বস্তুবাদী মতবাদের ধ্বংসাত্মক অন্যায় স্বৈর কর্তৃত্ত্ব প্রতিষ্ঠার সুযোগ করে দিয়ে ও বিভিন্ন বস্তবাদী মতবাদের সাথে একাকার করে এবং তাদের ঈমান বিরোধী মানবতা বিরোধী গোষ্ঠিবাদী অপরাজনীতি ও অন্যায় দস্যুতান্ত্রিক কাঠামোর অংশ করে দ্বীন ও মিল্লাতকে রূদ্ধ পরাধীন অসহায় অস্তিত্ত্বহীন করে তোলার বিণাশী চক্রজাল প্রতিরোধে-এবং এ অবস্থায় বিগত কয়েক শতাব্দির দিশাহীনতা, অপূর্ণাংগতা ও ক্রমাগত আত্মঘাতি ভূল পথে চলার ফলে সৃষ্ট চলমান মহাবিপর্যয় চরম পরাজয় ও অপশক্তির বিণাশী গ্রাস থেকে পবিত্র কেবলাভূমি, দ্বীন, মিল্লাত ও মানবতার মুক্তির প্রয়াসে-
মহান রেসালাতে ইলাহীর শুভাগমন ঈদে আজমের যে পরম দান অনন্ত সত্যের সংযোগ পবিত্র কলেমার আলোকধারায় বস্তুগত সত্ত্বার উর্ধে কলুষমুক্ত মানবজীবন ও মানবসত্ত্বা প্রদান এবং আল্লাহতাআলার রাসুল কেন্দ্রীক হওয়ার মাধ্যমে মানবসত্ত্বা সত্যপ্রাপ্ত আলোকপ্রাপ্ত হয়ে আল্লাহতাআলার পবিত্র নাম ভিত্তিক জীবন মুমিনসত্ত্বায় উপনীত হয়ে আমরা রেসালাত কেন্দ্রিক তাওহীদ ভিত্তিক যে আত্মসত্ত্বা ও জীবন চেতনা লাভ করেছি, আমাদের সে সত্য ভিত্তিক ঈমানী অস্তিত্ত্ব রক্ষায়, রেসালাত থেকে বিচ্ছিন্ন করে ঈমানী সে অস্তিত্ত্ব বিণষ্টকারী মোনাফেক বাতেল ফেরকা ও নাস্তিক্য উদ্ভুত বস্তুবাদী আত্মসত্ত্বা ও বস্তুবাদী জীবন চেতনার বিণাশী আঁধার আগ্রাসন থেকে আত্মরক্ষায়-
প্রিয়নবীর শুভাগমনের মহা গুরূত্ত্বপূর্ণ দান ও অন্যতম যে লক্ষ্য দুনিয়ার প্রতিটি মানুষের জন্য আল্লাহতাআলার প্রদত্ত ও পবিত্র কলেমায় ঘোষিত প্রত্যেকের জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার মালিকানা যা ব্যতীত জীবনের স্বাধীনসত্ত্বা ও অস্তিত্ত্বই হয়না তার সুরক্ষায় ও জীবনের সকল রহমত-অধিকার-সহায়-সম্পদ-রুটি-রুজি-নিরাপত্তা-স্
বাধীনতা এবং সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ রক্ষায় এবং বিপরীতে সবার মালিকানা অধিকার জীবন অস্বীকার উৎখাত করে কেবল একক ধর্ম-জাতি-গোত্র- ভাষা-বর্ণ-শ্রেণীর একচেটিয়া গোষ্ঠিবাদী অপরাজনীতি, একক গোষ্ঠিবাদী অমানবিক রাষ্ট্রব্যবস্থা ও মানবতা বিণাশী বিশ্বব্যবস্থার জীবন বিধ্বংসী অন্যায় কাঠামোর গ্রাস থেকে অস্তিত্ত্ব রক্ষায়-
আল্লাহতাআলার পক্ষ থেকে জীবনের উদ্ধারকারী ও রক্ষক এবং বিকাশ ও মুক্তির উৎস হিসেবে মহান প্রিয়নবীর শুভাগমনের যে অন্যতম লক্ষ্য সবার জীবনের সর্বকল্যাণের মুক্ত দুনিয়ার প্রতিষ্ঠা এবং এর বিপরীত ও প্রতিবন্ধক খুন-জুলুম-অন্যায়-মিথ্যা- অবিচার-শোষণ-সন্ত্রাস-পাশবতা-বর্বরতা-আতংক-স্বৈরতার ধারক জীবন বিরোধী মানবতা বিণাশী অপশক্তির অন্যায় আধিপত্য অবৈধ কর্তৃত্ত্ব থেকে মুক্ত স্বাধীন শান্তিময় নিরাপদ দুনিয়া, সব মানুষের সমান অধিকার-মালিকানা-স্বাধীনতার দুনিয়া তথা প্রিয়নবীর দেয়া ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক সার্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও অবিভাজ্য মানবিক বিশ্বব্যবস্থা যা ব্যতীত ঈদে আজমের দান, লক্ষ্য ও অর্জন এবং সত্য, আলো ও মুক্তির ধারা থেকে সমস্ত মানুষ বিচ্ছিন্ন বঞ্চিত হয়ে মিথ্যা-আঁধার-বি
ণাশ-পরাধীনতার গহ্বরে নিক্ষিপ্ত হয়ে দোজাহানে ধ্বংস হয়ে যাবে, সত্য ও মানবতার সুরক্ষা ও প্রবাহধারায় অপরিহার্য্য সে ইনসানিয়াতের বিশ্ব বা ঈদে আজমের বিশ্ব তথা জীবনের মালিকানা ও মুক্ত মানবতার বিশ্ব বিপ্লবের লক্ষ্যে-
ইনসানিয়াত বিশ্ব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দিকদর্শনে ঈদে আজম মহাসমাবেশ
স্থান : ঐতিহাসিক লালদীঘী ময়দান
তারিখ : ১৩ই রবিউল আউয়াল - ২৬ শে ডিসেম্বর - শনিবার - বেলা ২ টা
প্রধান মেহমান : ইমামে আহলে ছুন্নাত, শায়খুল হাদিস, পীরে হাক্কানী, অলীয়ে রাব্বানী আল্লামা ছাইফুর রহমান নিজামী শাহ
প্রধান বক্তা : বিশ্ব ছুন্নী আন্দোলন এর প্রতিষ্ঠাতা ও সার্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আহ্বায়ক - ইমাম হায়াত
বিশেষ মেহমান : হাকীমুল উম্মত, ইমামে আহলে ছুন্নাত, আল্লামা হজরত আজিজুল হক শেরে বাংলা(রঃ) এর সাহেবজাদা আল্লামা আমিনুল হক আল কাদেরী এবং আরও বহু সম্মানিত পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদবৃন্দ।
বিশ্ব ছুন্নী আন্দোলন, বাংলাদেশ (World sunni movement)
ইসলামের প্রকৃত ধারা আহলে সুন্নাত ওয়ালজামাত বিশ্ব সুন্নী আন্দোলন
ReplyDelete