Header Ads

পীর হজরত খিজির খান ও সকল হত্যাকান্ডের তীব্র নিন্দা


পীর হজরত খিজির খান ও সকল হত্যাকান্ডের তীব্র নিন্দা
এবং খুনী সন্ত্রাসী উগ্রবাদী বাতেল জালেম চক্র থেকে দ্বীন ও
মানবতা রক্ষায় মুক্তির সঠিক পথে ঐক্যবদ্ধ হওয়ার আহবান।
==================================
ঢাকা বাড্ডা হজরত রহমতুল্লাহ শাহ খানকাহ শরীফের পীর হজরত খিজির খানের নৃশংস হত্যা, ঈশ্বরদি ফাদার লুক সরকারকে জবাই প্রচেষ্টা, গুলশানে ইটালীয় নাগরিক তাভেলা সিজার হত্যা, রংপুরে জাপানী নাগরিক কোনিও হোসি (গোলাম কিবরিয়া) হত্যা এবং ইতিপূর্বে আল্লামা ফারূকী(রঃ) সহ পীর আলেম, ধর্মযাজক ও বিশিষ্ট নাগরিকদের হত্যা হামলায় আমরা চরম মর্মাহত এবং ধর্মীয় মূল্যবোধ, জীবন ও স্বাধীনতার ভবিষ্যৎ বিষয়ে চরম উৎকন্ঠিত।
আমরা মনে করি দুনিয়াব্যাপী প্রকৃত ইসলাম ও অন্যান্য ধর্মের প্রকৃত শিক্ষার বিপরীতে ইসলামের ছদ্মনামধারী বাতেল সালাফী ওহাবী ও অন্যান্য বিকৃত ধর্ম ও বস্তুবাদী মতবাদের উগ্রবাদী সন্ত্রাসী স্বৈর দস্যুবাদী খুনীচক্র যে বর্বর হত্যাকান্ড পাশবতা চালিয়ে সত্য ও মানবতার রক্ষক প্রকৃত ইসলাম ও অন্যান্য ধর্মের শান্তিময় মূল্যবোধ উৎখাত করে সত্য-সভ্যতা-মানবতা ধ্বংস করে দেয়ার যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এসব হত্যাকান্ড তারই অংশ।
প্রকৃত ইসলাম ও প্রকৃত ধর্ম কল্যাণময় আলোকময় বিবেকবান মানুষ তৈরি করে এবং ইসলাম ও অন্যান্য ধর্মের বিকৃতিকারী উগ্রবাদী স্বার্থান্বেষী গোষ্ঠি মানুষকে ধর্মের শিক্ষা ও মূল্যবোধ বিধ্বংসী মানবতা বিণাশী অনিষ্টকর হিংস্র শয়তানে পরিণত করে। একইভাবে বিভিন্ন বস্তুবাদী মতবাদের গোষ্ঠিবাদী অপরাজনীতিও জীবনের সার্বজনীন প্রকৃতিক অধিকার অস্বীকার ও বস্তুগত সত্ত্বায় মানবতাকে বিভক্ত করে এবং মানবতাবোধ বিণষ্ট করে মানুষকে মানবতা বিরোধী হিংস্র পাশবিক অমানুষে পরিণত করে।
বিকৃত ধর্ম ও মতবাদের নামে ধর্মের প্রকৃত শিক্ষা ও রূপরেখা ধ্বংস করে দেয়া হচ্ছে, বিকৃত ধর্ম ও বস্তুবাদের গোষ্ঠিবাদী রাজনীতির মাধ্যমে জীবন সভ্যতা ও মানবতা ধ্বংস করে দেয়া হচ্ছে যার বিরূদ্ধে শুধু নিন্দাই যথেষ্ট নয়, আমরা যারা প্রকৃত ধর্ম ও মানবতায় বিশ্বাসী তাদের সঠিক পথ ও ব্যবস্থায় ঐক্যবদ্ধ হওয়াই ধর্মের নামধারী অধর্ম পাশবতা ও বিভিন্ন বস্তুবাদী মতবাদের উগ্রতা সহিংসতা থেকে মুক্তির পথ।
সব প্রকৃত ধর্মের প্রকৃত অনুসারীদেরকে তাদের নিজ নিজ ধর্মের নামের অপব্যবহারকারী স্বার্থান্বেষী উগ্রবাদী হিংস্র খুনী গোষ্ঠিকে নিজেদের প্রকৃত ধর্ম ও মানবতাকে রক্ষার জন্য নিন্দা পরিহার ও প্রতিরোধ করতে হবে। ধর্মের মৌলিক শিক্ষা উপলব্ধি করতে হবে যা বাদ দিয়ে ধর্ম ও জীবন হয় না, যে শিক্ষার ভিত্তি হচ্ছে সবার জীবনের মালিক দয়াময় আল্লাহতাআলা, কোন মানুষ নয়, কোন মানুষ কোন মানুষকে খুন করতে পারে না, করলে আল্লাহতাআলার মালিকানা ও ধর্মের মৌলিক ভিত্তিই অস্বীকার হয়।
দয়াময় আল্লাহতাআলার পক্ষ থেকে সত্য-ন্যায়-গুণ-জ্ঞান-নিরাপত্তা-সুবিচার- অধিকারের উৎস, দিশা ও রক্ষক তাঁর মহান রেসালাতই জীবন ও দুনিয়ার কর্তৃত্ত্ব যা লংঘন মানে জীবন ও দুনিয়া মিথ্যা-আঁধার-অন্যায়-পাশবতায় নিক্ষেপ। ঈমানের পবিত্র কলেমার অন্যতম মর্মবাণী ও ইসলামের শিক্ষা এই যে, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের পক্ষ থেকে জীবন সবার নিজের, দুনিয়া সব মানুষের। যে কোন নামে যা অন্যের জীবন- স্বাধীনতা-অধিকার অস্বীকার করে তা প্রকৃত ধর্ম, রাজনীতি বা রাষ্ট্র কিছুই নয়, স্বৈর দস্যুতা-বর্বরতা-পাশবতা মাত্র, অন্ততঃ ইসলাম নয়। ইসলামে অন্যের জীবন- অধিকার-স্বাধীনতা অস্বীকার করে বলপূর্বক কিছু চাপিয়ে দেয়া বা উৎখাত করা সুস্পষ্টভাবে নিষিদ্ধ। ফলে একক ধর্ম-জাতি-গোত্র-ভাষা-শ্রেণীর ভিত্তিতে রাজনীতি- রাজনৈতিক দল-রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থা ইসলামের প্রকৃত শিক্ষার বিপরীত ও মানবতা বিরোধী এবং সর্ব সংকটের কারণ।
উগ্রতা-সহিংসতা-পাশবতা শুধু ধর্মের নামধারী অধর্ম অপরাজনীতির মাধ্যমে নয়, বিভিন্ন বস্তুবাদী মতবাদের গোষ্ঠিবাদী উগ্রবাদী স্বৈর অপরাজনীতির মাধ্যমেও হচ্ছে, যারা অন্যের জীবন ও মানবতা স্বীকার করে না, যারা দেশ ও দুনিয়া কেবল নিজেদের গোষ্ঠিভিত্তিক মনে করে এবং বলপূর্বক নিজেদের মতবাদ চাপিয়ে দিয়ে অন্য সবার স্বাধীনতা অধিকার অস্বীকার ও উৎখাত করে, যে স্বৈরমানষিকতা ভিত্তিক অপরাজনীতির ফলে দুনিয়া আজ কারাগার ও কসাইখানায় পরিণত হয়েছে, শান্তিপ্রিয় মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। আর এ ভয়াবহ বিণাশ থেকে সবার সব মানুষের সুরক্ষা ও মুক্তির একমাত্র ব্যবস্থা ইনসানিয়াতের রাজনৈতিক ব্যবস্থা, মানবতার রাষ্ট্র ও বিশ্বব্যবস্থা।
আমরা বিশ্ব ছুন্নী আন্দোলনের পক্ষ থেকে সবাইকে দৃড়ভাবে স্মরণ করিয়ে দিতে চাই যে, দয়াময় আল্লাহতাআলার অপার করুনায় আমাদের মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের দেয়া এবং মহান পবিত্র আহলে বায়েত, মহামান্য খোলাফায়ে রাশেদীন ও আওলিয়া কেরামের প্রদর্শিত প্রকৃত ইসলাম আর আজ ইসলামের ছদ্মনামে খুনী সালাফী ওহাবী শিয়া মওদুদী তবলীগি ইত্যাদি ঈমান বিণাশী দ্বীন বিকৃতিকারী বাতেল ফেরকা এক নয়, বিপরীত। যারা অজ্ঞতা ও বিভ্রান্তির ফলে ইসলাম মনে করে এসব বাতেল মতবাদ অনুসরণ করছেন আমরা তাঁদের দ্বীনের মূল ধারা আহলে ছুন্নাত ওয়াল জামায়াতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।
এতদসঙ্গে যারা দ্বীনের মূল ধারায় অটল আছেন এবং মানবতায় বিশ্বাসী সব মানুষ, তাঁদের সবার প্রতি আমাদের আকুল আবেদন, আসুন আমরা সত্য ও মানবতার সময়ের সঠিক পথে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন ও মানবতাকে রক্ষা করি। আমরা যদি আধ্যাত্মিক ও রাজনৈতিক সব দিকে শান্তি, ন্যায় ও মানবতার সঠিক পথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে না যাই তাহলে সব বাতেল জালেম অপশক্তির দুনিয়াব্যাপী আগ্রাসন ও দ্বীন-মিল্লাত-মানবতার পতনে আমাদের সবাইকে দায়ী থাকতে হবে এবং নিশ্চিত শিকার হতে হবে।
বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম, আহলে ছুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম মহান দিশারী, অলীয়ে কামেল, শায়খুল হাদিস, পীর, হাফেজ আল্লামা ছাইফুর রহমান নিজামী শাহ্ এর অনুমোদনক্রমে এবং বিশ্ব ছুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সার্বজনীন মানবিক রাষ্ট্র ও বিশ্বব্যবস্থা-বিশ্ব ইনসানিয়াত পার্টির আহ্বায়ক আল্লামা ইমাম হায়াত এর নির্দেশনায়-
বিশ্ব ছুন্নী আন্দোলন (World sunni movement), বাংলাদেশ এর পক্ষে আল্লামা আরেফ সারতাজ ও ডঃ আল্লামা অধ্যাপক কাওছার আমীন।
বিশ্ব ছুন্নী আন্দোলন (World sunni movement), বাংলাদেশ।

2 comments:

  1. সত্য ও মানবতার মুক্তির জন্য ইমাম হায়াত আলাইহে রাহমার দিশায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

    ReplyDelete
  2. মানবতা মুক্তি পাক

    ReplyDelete

Powered by Blogger.