বিশ্ব সুন্নী আন্দলন। আফগানিস্তানে দেড়শত শিশু হাফেজ হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ এর মানববন্ধন
বিশ্ব সুন্নী আন্দোল। আফগানিস্তানে দেড়শত শিশু হাফেজ হত্যাযজ্ঞের প্রতিবাদে
বিশ্ব সুন্নী আন্দোলন,বাংলাদেশ এর মানববন্ধন
==================================
আফগানিস্তানে বর্বর মার্কিন হামলায় দেড়শত শিশু হাফেজ হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গনে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ত্ব করেন জনাব আরেফ সারতাজ।
সমাবেশে বক্তাগণ বলেন, সব কিছুর উর্ধ্বে জীবন ও মানবতা এবং জীবন ও মানবতা রক্ষাই সর্বোচ্চ এবাদত। তাঁরা বলেন, বিভিন্ন ধর্মের নামে অধর্ম সন্ত্রাসী জংগিবাদ ও উগ্রবাদী বস্তুবাদি জাতীয়তাবাদী একক গোষ্ঠিবাদী স্বৈরদস্যুতান্ত্রিক অপরাজনীতিই দুনিয়ার সকল খুন-জুলুম-পাশবতার মূল কারণ ।
বক্তাগণ দুনিয়ার সকল খুন-সন্ত্রাস-দস্যুতার উৎস মানবতার শত্রু আমেরিকা ও তার পালিত দাস সৌদি-শিয়া-ইসরাইল-রাম-বুড্ডিস্ট অধর্ম স্বৈরদস্যুতন্ত্র উল্লেখ করে বলেন, রাজনীতির লক্ষ্য হতে হবে একমাত্র মানবতা এবং যে নামেই হোক মানবতা বিরোধী সকল রাজনীতিই পরিত্যাজ্য অপরাজনীতি। আফগানিস্তান, সিরিয়া, আরাকান, ফিলিস্তিন, ইয়েমেন এবং দুনিয়ার সর্বত্র খুন-জুলুম-ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব বিবেককে সোচ্চার হওয়ার জন্য তাঁরা আবেদন জানিয়ে বলেন, রাজনৈতিক সীমান্তের কারণে মানবিক ভ্রাতৃত্ত্ব ও দায়িত্ত্ব অস্বীকার করা মানবতাই অস্বীকার করা।
বক্তগণ দুনিয়াব্যাপী চলমান ক্রমবর্ধমান খুন-সন্ত্রাস-অরাজকতা-যুদ্ধ বিগ্রহ-ধ্বংসযজ্ঞের পিছনে ধর্মের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধের বিলুপ্তি এবং বিভিন্ন ধর্মের নামে অধর্ম সন্ত্রাসবাদ ও উগ্রবাদী জাতীয়তাবাদি বস্তুবাদি হিংস্রতা-পাশবতা-স্বৈরদস্যুতার ভয়াবহ রাজনৈতিক উত্থান দায়ী। তাঁরা বলেন, বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদের সাথে ভাষা-গোত্র-ভৌগলিকতা-বর্ণ কেন্দ্রিক বিভিন্ন উগ্র জাতীয়তাবাদের প্রাদুর্ভাব ও তাদের একক গোষ্ঠিবাদী অপরাজনীতিও মানবতার বিরুদ্ধে যুদ্ধের নামান্তর।
বক্তাগণ মানবতার মুক্তি সাধনায় সত্য ও মানবতার নিজস্ব পূর্ণাংগ পথে শান্তিময় নিরাপদ জীবন ও বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে একক গোষ্ঠিবাদি স্বৈরদস্যুতামুক্ত জীবনের সার্বভৌমত্বের ভিত্তিতে সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবাধিকারের রূপরেখায় মুক্ত মানবতার অখন্ড প্রাকৃতিক বিশ্বব্যবস্থা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর, বিশ্ব সুন্নী আন্দলন লক্ষ্যে বিশ্ব মানবতা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Absolutely right
ReplyDelete