মানবতার দিন - ইমাম হায়াত
মানবতার দিন
==========
- ইমাম হায়াত
(প্রবর্তক-বিশ্ব ইনসানিয়াত বিপ্লব)
নূতন বছর নূতন দিন
আঁধার অতীত বিদায়ের দিন
আলোকিত নূতন জীবন শুরুর দিন
জীবনকে নূতন করে খোঁজার দিন
কোথায় আছি কোথায় যাবো বুঝার দিন
জীবন মানবতার হারানো দিন ফিরিয়ে আনার দিন
বার পাল্টালেই পাল্টায় না জীবনের দিন
মানবতার বিপ্লবই পাল্টায় জীবনের দুর্দিন
চলছে জীবনের দুঃসহ রুদ্ধ দিন
চলছে মানবতার মহা সংকটের দিন
মানুষের জন্য দিনগুলো ধ্বংসের অসহায় নির্মম দিন
করা হয়েছে প্রতিটি দিন মানবতার পতনের দিন
রোহিঙ্গা-ফিলিস্তিন-সিরিয়া-ইয়েমেন সর্বত্র অবর্ণনীয় দুর্দিন
দুনিয়াব্যাপী মানবতার সীমাহীন দূর্দিন
এসব কি সহ্য করা যায় দিনের পর দিন
বিবেক কি রুখে দাঁড়াবে না কোনো দিন
মানবতায় বিশ্বাসীরা চাইলে পাল্টাতে পারি এ কূ দিন
আনতে পারি সব মানুষের জন্য সুদিন
মানুষ আর অমানুষের চেতনা কখনো এক হবে না কোন দিন
অমানুষের জন্যই উৎসব মানবতার পতনের সব দিন
অন্যায় নয়, ন্যায়ের পক্ষে অবস্থান নিন
এই দুনিয়া সবার ঘোষণা করে দিন
রাষ্ট্র এক ধর্ম- এক জাতি- এক গোষ্ঠির নয় বলে দিন
ধর্মের নামে অধর্ম উগ্রবাদ রুখে দিন
বস্তুবাদী হিংস্র জাতীয়তাবাদের পাশবতা রুখে দিন
সব উগ্রবাদ সন্ত্রাস গোষ্ঠিবাদী স্বৈরতা রুখে দিন
যারা ঘটিয়েছে মানবতার দুর্দিন তাদের প্রশংসা নয় ধিক্কার দিন
জীবনের সর্বস্তরে ধর্মের মূল্যবোধ জারি রাখুন চিরদিন
না হয় পাপ পূণ্যের ব্যবধান থাকবে না একদিন
মানুষ হয়ে যাবে অমানুষ পশুর চেয়ে হীন
অবিচার নয় মানবতার পক্ষ নিন
স্বৈরতা নয়, স্বাধীনতার পক্ষে রায় দিন
সত্য আর জীবনের পক্ষে শপথ নিন
বলুন- বাতিলের দাস হবো না কোনো দিন
তাহলে আত্মা মরবে না কোন দিন
জীবনের মুক্তি আসবেই একদিন
জীবন সব বস্তুর উর্ধ্বে বুঝে নিন
মানুষ হিসেবে নিজেকে চিনে নিন
মানবতার মুক্তির সাধনায় দীক্ষা নিন
সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়ার শপথ নিন
মানবিক সাম্যের দুনিয়া গড়ার শপথ নিন
মানবতার বিপ্লবে যোগ দিন
ইনসানিয়াত আর হাইওয়ানিয়াতের পার্থক্য জেনে নিন
খেলাফত আর মুলুকিয়ত বিপরীত ধারা বুঝে নিন
জীবনের সত্য বিরোধী মতবাদ ছেড়ে দিন
মানবতার বিপরীত অপরাজনীতি ছেড়ে দিন
এ দুনিয়াকে সব মানুষের কল্যাণের দুনিয়া করে নিন
মানবতার কর্তৃত্ব খেলাফতে ইনসানিয়াত ছাড়া জীবন পরাধীন
একক গোষ্ঠির স্বৈরদস্যুতায় থাকেনা জীবনের দিন
সত্য আর মানবতার ধারায় নিজেকে একাকার করে নিন
মিথ্যা আর পাশবতার ধারা থেকে নিজেকে পৃথক করে নিন
এভাবেই পালিত হতে পারে নূতন জীবন নূতন দিন
রক্তের সাগরে রেখে মানবতা, উদযাপন করে যারা দিন
আচ্ছন্ন তারা বুঝেনি জীবনের রাত ও দিন
নিপীড়িত কারারূদ্ধ দিন কি হতে পারে উদযাপনের দিন
স্বৈরতার বাকরূদ্ধ গতিরূদ্ধ জীবন ও দুনিয়ায় নেই মানবতার দিন
আলোর উৎস না চিনলে আলোকিত জীবন হবে না কোন দিন
স্রষ্টার আলো স্রষ্টার মহা দূত ই জীবনের আলো চিরদিন
আঁধার আর আলোর অপর নাম রাত আর দিন
প্রাকৃতিক সূর্য্যোদয় পাল্টায় ক্যালেন্ডারের দিন
সত্যের সূর্য্যোদয় ছাড়া হয় না আত্মার দিন
মুক্তির আলো ছাড়া হয় না জীবনের দিন
দুঃখের রজনী না পোহালে হয় না শান্তির দিন
মানবতার বিপ্লব ছাড়া হয় না মানবতার দিন
মানবতার বিপ্লব অস্ত্রের বিপ্লব নয় বুঝে নিন
ইনসানিয়াত জ্ঞান আর ভালোবাসার বিপ্লব শুনে নিন
মানবতার দিন অপশক্তির গ্রাস থেকে মুক্তির দিন
মানবতার দিন বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বা ফিরে পাওয়ার দিন
মানবতার দিন দুনিয়া সব মানুষের হওয়ার দিন
মানবতার দিন সবাই তার বিশ্বাস নিয়ে চলার দিন
মানবতার দিন জীবনের আত্ম মালিকানা ফিরে পাওয়ার দিন
মানবতার দিন সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের দিন
মানবতার দিন দুনিয়ার সব সম্পদ সবাই পাওয়ার দিন
যেভাবে দিয়েছেন জীবনের স্রষ্টা ও জীবনের প্রিয় রাসুল বুঝে নিন
দিন গুলো হোক সত্য ও মানবতার দুনিয়া গড়ার দিন
দিন গুলো হোক শৃঙ্খল মুক্তির দিন
স্বাধীন দিন, আলোর দিন , শুভ দিন
নিরাপদ দিন, শান্তির দিন, সব মানুষের সুদিন
সত্য ও সম্পদের মুক্ত প্রবাহের দিন
দূর হোক খুন-গুম-লুট-আতংকের দিন
আর নয় রুদ্ধতা পরাজয়ের দিন
স্রষ্টার ইচ্ছায় সুদিন দুর্দিন সব মানুষের ইচ্ছাধীন
সৃষ্টির সেবায় স্রষ্টার কৃপার সুযোগ নিন
না হয় সব পঁচা জীবনের বিকট দিন
এখন সবই জুলুমের বছর জুলুমের দিন
মা বোনদের দোররা মেরে লাশ করার দিন
যদি না আসে প্রকৃত দ্বীন মানবতার দিন
কাটবে না সংকট, ফুরাবে না দুর্দিন কোনোদিন
আনতে হলে মানবতার মুক্তির দিন
আগামী রায়ের সুযোগ নিন
দুনিয়া থেকে মানবতা বিরোধী অপশক্তিকে বিদায় দিন
তবেই হবে মুক্ত জীবনের নূতন দিন
জীবনের বিজয়ের দিন
দয়া করে সবাইকে জানিয়ে দিন
এসেছে দিশা এসেছে সুযোগ, তৈরির- জীবন মানবতার নূতন দিন।
( ইমাম হায়াত, প্রবর্তক-বিশ্ব ইনসানিয়াত বিপ্লব )
সারা বিশ্বে মানবতা ফিরিয়ে আনতে হলে বিশ্ব ইনসানিয়াত এর বিকল্প নেই
ReplyDelete