আওলিয়াকেরামের মধ্যেই ইসলামের প্রকৃত ও পূর্ণাঙ্গ রূপ নিহিত। -ইমাম হায়াত আলাইহি রাহমা
আওলিয়াকেরামের মধ্যেই ইসলামের প্রকৃত ও পূর্ণাঙ্গ রূপ নিহিত। যে প্রকৃত ইসলাম সব দিক থেকে মানবতার সার্বিক মুক্তি ও সার্বিক কল্যাণের ইসলাম। আধ্যাত্মিক বৈষয়িক রাজনৈতিক সবদিক থেকে পূর্ণ ও চিরন্তন দিশা। যারা দ্বীনের এ পূর্ণাঙ্গতা ক্ষুণ্ণ করে তারা আওলিয়াকেরামের উত্তরাধিকার হতে পারে না। এ পূর্ণাঙ্গতা ক্ষুন্ন হলে সে শূন্যতা কেবল বাতেল জালেম অপশক্তি প্রবেশের সুযোগ এনে দেয়, দ্বীন মিল্লাত সভ্যতা মানবতা ধ্বংস হয়। আওলিয়াকেরাম অনুসৃত ও প্রদর্শিত প্রকৃত ইসলাম বিশ্বাস আদর্শ ধর্ম মতপথ নির্বিশেষে দুনিয়ার সব মানুষের জন্য উদারতা ভালবাসা সেবা মানবতা ও নিরাপত্তার ইসলাম, মহান খেলাফতের আদর্শে দ্বীনী মূল্যবোধ ভিত্তিক সার্বজনীন মানবিক গনতন্ত্রের ভিত্তিতে সার্বজনীন অধিকার স্বাধীনতা বিকাশ প্রগতি নিশ্চিতের ইসলাম।
আওলিয়া কেরামের প্রকৃত পথ যখন ভূলিয়ে দেয়া হয়, বিকৃত করা হয়, হারিয়ে যায় তখন সেখানে প্রকৃত ইসলাম আর থাকে না। ইসলামের নামে শয়তানী পথভ্রষ্টতা বর্বরতা ও কুফরী কায়েম হয়। যেমন আলোহীন আঁধারে চোর ডাকাত দুর্বৃত্ত তাণ্ডব শুরু হয়। যারা আওলিয়া কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা সত্যের সম্বন্ধ হারিয়ে আত্মিকভাবে মৃত ও পথভ্রষ্ট হয়ে গেছে এবং তাদের মাধ্যমে প্রকৃত ইসলাম বিকৃত বিলুপ্ত হয়ে ইসলামের ছদ্মনামে দোজাহানে ধ্বংসাত্মক কুফরি জালেম বাতেল ফেরকা গড়ে উঠেছে, মিল্লাত বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে গেছে। তাই আমাদেরকে আল্লাহতায়ালা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের নির্দেশ হিসেবে নিজেদের আত্মা-জীবন, ঈমান-দ্বীন ও দোজাহানের সাফল্য ও মুক্তির স্বার্থে অবশ্যই আওলিয়া কেরামের পথে যুক্ত থাকতে হবে, আওলিয়া কেরামের পথে চলতে হবে যা ব্যতীত আমাদের জীবন আঁধার বিনাশের পথে চলে যাবে।
" ইমাম হায়াত আলাইহি রাহমা "
ছুন্নী আন্দোলন,বাংলাদেশ।
World sunni movement
ইসলামের প্রকৃত ধারা আহলে সুন্নাত ওয়ালজামাত বিশ্ব সুন্নী আন্দোলন
ReplyDelete